সিলেটের মেজরটিলায় উড ক্রাফটের উদ্বোধন

সিলেটে উড ক্র্যাফটের উদ্বোধন করা হয়েছে। ২৫ ফেব্র“য়ারি মঙ্গলবার রাতে সিলেট শহরতলীর মেজরটিলার বাজারের সিদ্দিক প্লাজায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট ধর্মপ্রদেশ খাদিম গির্জার বিশপ বিজয় এনডি ক্রুশ ধর্মপাল, ফাদার সুভাস কস্তা ও.এম.আই ধর্মপাল, অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, বিজিত চৌধুরী, ব্যারিস্টার রাজা, এডভোকেট রঞ্জিত সরকার, সাংবাদিক মুজিবুর রহমান ডালি, শামীম ইকবাল, এসতেহাক আহমদ সিদ্দিকী, ডিকন নিঝুম সাংমা, ফিলিপ বিশ্বাস, মি. মানুয়েল বৈরাগী প্রমুখ।