সিলেটে ইয়ুথ সোসাইটির আলোচনা সভা

 

ডেস্ক রিপোর্ট:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উদ্যোগে বুধবার সকালে সিলেট শহরতলীর হাজি শফিকুর রহমান আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় যুব পদকপ্রাপ্ত ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আমিন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল কবীর বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতা অর্জনে ২১ ফেব্রæয়ারী ভাষা আন্দোলনের সত্যিকারের ইতিহাস ও ভুমিকা জানতে হবে।

সংগঠনের সহসভাপতি মোক্তার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট মহানগরের সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন, সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সহ সভাপতি শেখ তোফায়েল আহমেদ শেপুল।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কয়ছর আহমেদ কাওছার, ক্রীড়া সম্পাদক পারভেজ আহমেদ ইমরান, সাজ্জাদ হোসেন, সদস্য মুফতি আমিন উদ্দিন, হাজি শফিকুর রহমান আইডিয়াল একাডেমির পরিচালক আক্তার হোসেন, শিক্ষক মতিউর রহমান, রাসেল আহমেদ, হাফিজ হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, নবজাগরন যুব সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম আহমেদ, কমরুল ইসলাম, ফাহিম, মোড়ার গাঁও পাঁচতারা সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সুমন প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশ-জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুফতি আমিন উদ্দিন।