সিলেট বাকাসসের আল্টিমেটাম

 

ডেস্ক রিপোর্ট:

বিভাগ, জেলা ও মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীদের পদ পরিবর্তন ও বেতন বৈষম্য দূরীকরণের দাবি আদায় না হলে সুসংগঠিত আন্দোলন তীব্রতর হবে বলে ঘোষণা দিয়েছেন বাকাসস, সিলেট জেলার নেতা কর্মীরা। বক্তারা বলেন, রাজপথ কিংবা আন্দোলন আমাদের মূখ্য নয়। নিয়মতান্ত্রিক প্রক্রিয়াগত সুযোগ ভোগ আমাদের সময়ের দাবি।

বুধবার সকাল ৯ টায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি, কেন্দ্রিয় কমিটির ঘোষণা অনুযায়ী বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সিলেটের জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত কর্মচারীগণ দিনব্যাপী কর্মবিরতির দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করেন। কেন্দ্রিয় ঘোষণা অনুয়ায়ী বাংলাদেশের ৬৪টি জেলা ও ৮টি বিভাগীয় শহরে এ কর্মসূচি একযোগে পালিত হয়।

সিলেট বাকাসসের সাধারণ সম্পাদক আলীমুজ্জামানের পরিচালনায় সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে দিনব্যাপী কর্মবিরতিকালে কালেক্টরেট প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা দেবাংশু ভট্টাচার্য্য, কাঞ্চনবরণ লস্কর সহসভাপতি, ফরিদ উদ্দিন সহ-সভাপতি, ফিরোজ আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক, ধ্রæব জ্যোতি দাস নির্বাহী সদস্য, মিজানুর রহমান অর্থ সম্পাদক, আজিম উদ্দিন প্রচার সম্পাদক, সাধারণ সদস্য জামাল উদ্দিন, অশোক বৈশ্য, কাওসার আহমদ, সজল চন্দ্র আচার্য্য, মঈনুল হোসেন ফিরোজ আহমদ, মো: ফয়েজ আহমদ ধর্ম বিষয়ক সম্পাদক, মোহাম্মদ জাকারিয়া নির্বাহী সদস্য, প্রসেনজিৎ চৌধুরী সাংস্কৃতিক সম্পাদক, মো: আবুল হোসেন সদস্য, জনাব মো: আজমল খান সদস্য, রোমান আহমদ নোশাদ সদস্য রিপন দেব সদস্য, অরুন ভৌমিক সুদীপ সদস্য, আনিসুর রহমান মামুন, রতন চন্দ্র দাশ, সাহেদ আহমদ, ফিরোজ আহমেদ, মোছাম্মৎ মুন্নী হোসেন, হুমায়ূন রশীদ প্রমূখ।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৮ ঘন্টা কর্মবিরতি পালনসহ কেন্দ্রিয় কমিটির ঘোষণা অনুযায়ী দাবি আদায়ের সকল কর্মসূচী সফল বাস্তবায়নের জন্য সংগঠনের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আলীমুজ্জামান কর্মচারীদের প্রতি আহŸান জানান।
সভা শেষে এক বিক্ষোভ মিছিল কালেক্টরেট প্রাঙ্গণ প্রদক্ষিণ করে দ্বিতীয় দিনের কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।