সিলেটে পূবালী ব্যাংকের ব্যাংকারদের ক্রিকেট প্রতিযোগিতা শনিবার

 

ডেস্ক রিপোর্ট:

পূবালী ব্যাংক লিমিটেড, সিলেট প্রিন্সিপাল অফিসের আওতাধীন আঞ্চলিক কার্যালয় ও ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা আগামী শনিবার এমসি কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় ব্যাংকের মোট ৪টি দল অংশ নেবে। সেগুলো হলো- ’পূবালী রয়্যালস্্’, ’পূবালী ইস্ট এড্রোয়েট’, ’পূবালী ইস্ট সুপার চ্যালেঞ্জার’ ও ’পূবালী ওয়েস্টার্ণ ওয়ারিয়রস’্্। এদিন সকালে সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক এরশাদুল হক এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

দৈনন্দিন ব্যাংকিং সেবাদানের পাশাপাশি চিত্ত বিনোদনের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে ইতোমধ্যে পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট ব্যাংকারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বানানো হয়েছে ৪ দলের পৃথক ডিজাইনের জার্সি। ঘোষিত হয়েছে নিজেদের ’স্কোয়াড’ এর খেলোয়াড়দের নামও।

পূবালী রয়্যালস্্ এর নেতৃত্বে আছেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মুখ্য কর্মকর্তা রোকন চন্দ্র পাল। শাহজালাল উপ-শহর শাখার ব্যবস্থপাক প্রদ্যুত কান্তি দাস ধরবেন ’পূবালী ইস্ট এড্রোয়েট’ এর হাল। ’পূবালী ইস্ট সুপার চ্যালেঞ্জার’ কে পথ দেখাবেন ব্যাংকের দরবস্ত শাখার ব্যবস্থাপক আশীষ কুমার দাশ। পাঠানটুলা শাখার ব্যবস্থাপক রাজদ্বীপ রায় সামনে থেকে নের্তৃত্ব দিচ্ছেন ’ পূবালী ওয়েস্টার্ণ ওয়ারিয়রস’ দলের। এদিকে, প্রতিযোগিতাকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরেই চলছে দলগলোর নিবিড় প্রশিক্ষণ। ফিটনেস ধরে রাখতে চলছে খাঁটাখাটুঁনি। দফায় দফায় আয়োজিত হচ্ছে প্রস্তুতি মূলক ম্যাচ। চুড়ান্ত খেলায় ভাল ফলের আশা করছেন প্রতিটি দলের ম্যানেজার, কোচ, অধিনায়কসহ সংশ্লিষ্টরা।