সিলেটে মোবাইল পাঠাগারে সভা

 

ডেস্ক রিপোর্ট:

নিজের মাতৃভাষার শুদ্ধরূপে চর্চা করতে আমাদের সচেতন হতে হবে। ভিনদেশী ভাষা মিশ্রিত করে বাংলায় কথা বলা পরিহার করতে হবে। দেশকে ভালোবাসতে তরুণ প্রজন্মেকে উজ্জীবিত করতে হবে। সাহিত্য সংস্কৃতির মাধ্যমে মাতৃভাষাকে এগিয়ে নিতে হবে।

সিলেট মোবাইল পাঠাগার আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও অমর একুশে নিবেদিত কবিতা পাঠের আসর এবং ৭৫৬ তম সাহিত্য আসরে বক্তারা একথা বলেন।

সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্ল¬াই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ ভবন মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় সাহিত্য আসরে সভাপতিত্ব করেন কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী।

আলোচনায় অংশ নেন, ফাইন্যান্সিয়ান এক্সপ্রেস এর ডাইরেক্টর অধ্যাপক এম এ হান্নান, কলামিস্ট সালেহ আহমদ খসরু, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো: আমিনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো: জাবেদ আহমদ, ছড়াকার তারেশ কান্তি তালুকদার ও এডভোকেট মো: আব্দুল মালিক।

গল্পকার তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় মো: আমিনুল ইসলাম’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন, ঔপন্যাসিক সিরাজুল হক, প্রাবন্ধিক মোহাম্মদ আব্দুল হক, কবি মোশাররফ হোসেন সুজাত, সাজন আহমদ সাজু, আব্দুল কাদির জীবন, লিটন দাস লিপন, ফয়সল আহমদ জীবন, হাফিজুর রহমান ও মো: হাবীব উল্লাহ প্রমুখ।