ওসমানীনগরে রনধীর পাল কল্যাণ ট্রাস্টের মতবিনিময়

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের ওসমানীনগরে সাংবাদিকদের সাথে রনধীর কল্যাণ ট্রাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার গোয়ালাবাজার একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রনধীর পাল কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান ও প্রবাসী ওসমানীনগর ও বালাগঞ্জ কল্যান ট্রাষ্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে ও রনধীর পাল কল্যাণ ট্রাষ্ট্রের সাধারণ সম্পাদক চয়ন পালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আবদাল মিয়া, রনধীর পাল কল্যাণ ট্রাষ্টের কো-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, সহসভাপতি উজ্জ্বল ধর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক চঞ্চল পাল, উপজেলা যুবলীগ নেতা মইন উদ্দিন মোহন, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ, সাংবাদিক আনোয়ার হোসেন আনা, সাংবাদিক মুহিব হাসান।

মতবিনিময় সভায় রনধীর পাল কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান রবিন পাল সাংবাদিকদের জানান, আগামী পহেলা মার্চ প্রয়াত পিতা শিক্ষক রনধীর পালের নামে উপজেলার তাজপুর ইউনিয়নের গ্রাম তাজপুর গ্রামে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি রনধীর পাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর আনুষ্ঠানিক ভাবে স্থাপন করবেন। এছাড়া গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্রাষ্টের পক্ষ থেকে বৃত্তি বিতরণ করা হবে। স্থাপিত বিদ্যালয়টির সম্পূর্ণ ব্যয়ভার ট্রাষ্টের পক্ষ থেকে বহন করা হবে। নাম মাত্র ফি নিয়ে মান সম্পন্ন পাঠদান করানো হবে শিক্ষার্থীদের। গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের বিনা বেতনে পড়া লেখার দেওয়া হবে। প্রতি বছর ট্রাষ্ট্রের পক্ষ থেকে গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীকে বৃত্তি প্রদান, বিধবা এবং প্রতিবন্ধীদের মধ্যে অনুদান প্রদান করা হবে। ২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে ৮ম শ্রেনি পর্যন্ত ছাত্র ছাত্রীদের ভর্তির মাধ্যমে রনধীর পাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হবে। ট্রাষ্ট্রের সকল জনকল্যাণ মূলক কাজ ও বিদ্যালয় স্থাপনে সাংবাদিকদের সব রকমের সহযোগিতা কামনা করেন ট্রাষ্ট্রের চেয়ারম্যান রবিন পাল।

মতনিমিয় সভায় অন্যান্যেে মধ্যে উপস্থিত ছিলেন, কাজী আজাদ, বাবুল মিয়া, মজনু মিয়া, আলা উদ্দিন, আব্দুল কাইয়ুম, ছাত্রলীগ নেতা রাসেল আহমদ ও রুবেল আহমদ প্রমূখ।