সিলেটে সাইক্লোনের একুশের আলোচনা ও সাহিত্য আসর

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী বলেছেন জন্মভূমির প্রতি আমাদের সকলের শ্রদ্ধাশীল হতে হবে। জন্মভূমির প্রতি দরদী হলেই আমাদের মাতৃভাষার প্রতি বিশেষ টান চলে আসবে।

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি ব্যাংকার ও সাংবাদিক জাবেদ আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক তাসলিমা খানম বীথির পরিচালনায় সোমবার সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমুসাসের সহসভাপতি সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিন ও কবি মুকুল চৌধুরী, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, সিটি কাউন্সিলর কবি নাজনীন আক্তার কনা, এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, জননী ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি মোশাররফ হোসেন সুজাত। লেখাপাঠ, আলোচনা ও সংগীতে অংশ নেন সাইক্লোন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন, কবি আমিনা শহীদ চৌধুরী মান্না, ইশরাক জাহান জেলী, এম, আলী হোসেন, প্রিন্সিপাল শাহজাহান শিপলু, কুবাদ বখত চৌধুরী রুবেল, মামুন হোসেন বিলাল, গল্পকার মিদহাদ আহমদ, সম্রাট তারেক, মো. নাসির উদ্দিন, রুজিনা আক্তার প্রমুখ।