জগন্নাথপুর পৌরসভা উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রাজু

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভার আসন্ন উপ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ। সোমবার বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির নির্বাচনী মনোনয়ন বোর্ড জগন্নাথপুর পৌরসভায় রাজু আহমেদ কে চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করে।

দলীয় চুড়ান্ত মনোনয়ন প্রদান কালে উপস্থিত ছিলেন, বগুড়া-৪ এর সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন খান রসু, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খাঁন টুনু ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল আমিন।

প্রার্থী চুড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। রাজু আহমেদ বিগত পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।

উল্লেখ্য-রাজু আহমেদ জগন্নাথপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় উস্তার আলীর পুত্র। দলীয় চুড়ান্ত মনোনয়ন হাতে পেয়ে রাজু আহমেদ বলেন, বিগত পৌর নির্বাচনের ন্যায় আবারও দল আমাকে মনোনীত করায় বিএনপির চেয়ারপার্সন কারা নির্যাতিত মজলুম জননেত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশাবাদী জগন্নাথপুর পৌরবাসীর দোয়া , ভালবাসা ও সহযোগিতায় ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।