জাকির-ডালিম সিলেট জেলা জাপার সম্মানিত সদস্য

 

ডেস্ক রিপোর্টে:

সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এম জাকির হুসেন ও সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি মুজিবুর রহমান ডালিমকে সিলেট জেলা জাতীয় পার্টির তৃণমূল কমিটিতে সম্মানিত সদস্য মনোনিত করা হয়েছে।

জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীর দাবির পরিপ্রেক্ষিতে সাবেক ওই ছাত্র নেতাদের উক্ত পদে অধিষ্ঠিত করা হয়। সদ্য ঘোষিত জেলা জাতীয় পার্টি (তৃণমূল) কমিটির অতিরিক্ত সদস্য সচিব বাশির আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয় তৃণমূল নেতাকর্মীরা সিলেটের প্রতিটি উপজেলা ও পৌরসভা থেকে সিলেট এসে তৃণমূল নেতাকর্মীদের কর্মীসভা ও সংবাদ সম্মেলন সফল করেছেন। এ জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আবদুল জব্বার মরিব, আবদুল আহাদ, সাহেদ আহমদ, আজির উদ্দিন মেম্বার, সহিদুর রহমান জীবন, রাহিম আহমদ ও মিনহাজ উদ্দিন। কিন্তু ঘোষিত কমিটিতে তাদের নাম প্রকাশ হয়নি। উল্লেখিত নেতৃবৃন্দকে সিলেট জাতীয় পার্টি (তৃণমূল) কমিটির সদস্য অন্তর্ভূক্ত করা হলো। অন্য ত্যাগী নেতাকর্মীদের ক্রমান্বয়ে উপজেলা পৌরসভা ও সর্বশেষ জেলা কমিটিতে অন্তর্ভূক্ত করার জন্যে কার্যক্রম অব্যাহত রয়েছে।