তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের আরিফ

 

নিজস্ব প্রতিবেদক

সিলেটের সাবেক ছাত্রনেতা মঞ্জুর আহমদ আরিফ কেন্দ্রীয় তরুণ পার্টিতে স্থান করে নিয়েছেন। সাবেক এই ছাত্র নেতাকে জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

সম্প্রতি জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এর আগে তিনি সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আহ্বায়ক ছিলেন বিশ্বনাথ উপজেলা জাতীয় ছাত্র সমাজের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরিফ বলেছেন, কেন্দ্রীয় কমিটিতে তাকে সদস্য অন্তর্ভূক্ত করায় তিনি কেন্দ্রীয় কমিটির কাছে কৃতজ্ঞ। আরিফকে কেন্দ্রীয় তরুণ পার্টির সদস্য করায় সিলেট জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ডালিম অভিনন্দন জানিয়েছেন।