প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে সিলেটে মানববন্ধন

 

ডেস্ক রিপোর্ট:

প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮তে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে প্যানেল গঠনের মাধ্যমে নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্যানেল বাস্তবায়ন কমিটি সিলেটের উদ্যোগে রোববার সকালে আয়োজিত এ মানববন্ধনে সকল উপজেলা থেকে ২০১৮ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা অংশগ্রহণ করেন।

মানববনন্ধনে বক্তারা প্যানেল গঠনের মাধ্যমে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮তে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অবিলম্বে নিয়োগের দাবি জানান। মুজিববর্ষকে সামনে রেখে মহান ভাষার মাসে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

প্যানেল বাস্তবায়ন কমিটি সিলেটের সভাপতি মো. আজিম উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ আলীমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়াহিদুর রহমান চৌধুরী, এমডি তাজওয়ার আলম চৌধুরী, আশিকুর রহমান, আব্দুর রাজ্জাক, সেলিম আহমদ, নুরুন্নাহার, নীপা পাল, অনুপমা দাশ, আশরাফুর রহমান, রুপম দাস, মারুফ আহমদ চৌধুরী, জাহিদ হাসান, সুজন কান্তি দাস, মো. শেবুল হক, সাইফুর রহমান, ঝুমা রানী দাস, আফতাব হোসেন, মোহাম্মদ উল্লাহ, মাহবুবুল করিম চৌধুরী, আব্দুল কাদির, জাবিরুল করিম চৌধুরী, মাকসুদুর রহমান, এনায়েত হোসেন, জলি রানী দাস, শিল্পী রানী, নবাব আহমদ চৌধুরী প্রমুখ।