সিলেট বন্দরবাজার থেকে ওয়ারান্টের আসামি গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানার এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার মো. চৌধুরী মাহফুজ নগরীর ঘাসিটুলা লামাপাড়ার চৌধুরী সুলতান আহমদের পুত্র।

র‌্যা-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (সিলেট ক্যাম্প) র‌্যাব-৯ এর কোম্পানী অধিনায়ক এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে র‌্যাবের একটি দল ওই অভিযান পরিচালনা করে। গ্রেফতার মাহফুজকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।