গোলাপগঞ্জে ডাকাতি

 

ডেস্ক রিপোর্ট

সিলেটের গোলাপঞ্জে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের আব্দুস শহীদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্নালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির মালিক আব্দুস শহীদ জানান, শনিবার রাতে আমার বাড়িতে রাত ২টার দিকে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় তারা ঘরের লোকজনদের হাত পা বেধে নগদ ৪০ হাজার টাকা ৩০ ভরি স্বর্ণালংকার, মোবাইল, টেবসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।