সিলেট চেম্বারের যৌথ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট চেম্বারের যৌথ আয়োজনে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ ট্রেনিং ইন্সটিটিউট (স্কিটি), শিসকে বিসিক সিলেট ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে ‘নতুন ব্যবসায় অর্থায়ন’ শীর্ষক ৫ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা রোববার সকাল ১১ টায় শুরু হয়।

চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, পরিচালক ও কৃষিজাত শিল্প সাব কমিটির আহবায়ক আলীমুল এহছান চৌধুরী, স্কিটির সহযোগী অনুষদ সদস্য মো. শওকত হাসান।

সভাপতির বক্তব্যে শোয়েব বলেন, ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সিলেট চেম্বার কাজ করে যাচ্ছে। সফল উদ্যোক্তা হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। নবীন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সিলেট চেম্বার বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার সাথে সারা বছরব্যাপী সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদি আয়োজন করে থাকে।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নূরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল, সিনিয়র অফিসার মিনতি দেবী, বিসিক সিলেটের প্রোগ্রাম অফিসার মো. আরিফুল ইসলাম ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী উদ্যোক্তাবৃন্দ।