সিলেট কল্যাণ সংস্থা মাতৃভাষা দিবস উদযাপন করেছে

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট কল্যাণ সংস্থা ও সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার আয়োজনে শুক্রবার বিকাল ৩টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পু®পস্তবক অর্পণ করা হয়।

সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সিবিযুকস’র বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবাদ উল্লাহর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহসভাপতি মোঃ হাবিবুর রহমান, সিনিয়র সহ-ধর্ম সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিনিয়র সহ-শিক্ষা সম্পাদক শেখ আনিসুর রহমান জয়, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ-প্রতিবন্ধী সম্পাদক এস.এ.এন রাহি, সিলেট কল্যাণ সংস্থার সদস্য সৈয়দ ময়নুল ইসলাম, জিন্দাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমদ, ছালিক মোহাম্মদ হাসান, অন্যান্যদের মধ্য থেকে যুবনেতা মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আল-আমিন ও মোঃ জনিক।