সিলেট নরসিংটিলা ইয়াং সোসাইটি ক্লাব শিক্ষা উপকরণ বিতরণ করেছে

 

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নরসিংটিলা ইয়াং সোসাইটি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার সিলেট নগরীর ৯নং ওয়ার্ড বাঘবাড়ি নরসিংটিলাস্থ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নরসিংটিলা ইয়াং সোসাইটি ক্লাবের সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক প্রবেশ সরকার (রাহুল) ও দপ্তর সম্পাদক জাকির হোসাইনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোহাম্মদ মখলিছুর রহমান কামরান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্চন দাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এডভোকেট মাসুদ উদ্দিন শফিক, নরসিংটিলা উন্নয়ন কমিটির সভাপতি মঈনুল হক চৌধুরী, ৯নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটি ও নরসিংটিলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদ সারোয়ার সবুজ, যুক্তরাষ্ট্রের ক্লিনটন ফাউন্ডেশনের কো- অর্ডিনেটর (বাংলাদেশ) ও যুক্তরাষ্ট্রের গেøাবাল ইনিশিয়েটিভ নূরজাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোহাম্মদ শাহনুর ইসলাম জুয়েল।

আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নরসিংটিলা ইয়াং সোসাইটি ক্লাবের সহ-সভাপতি মোস্তফা ওয়াকিল উদ্দিন শাহান, সাধারণ সম্পাদক যুবরাজ চৌধুরী সাগর।

উপস্থিত ছিলেন, মোহাম্মদ জামিল, মোহাম্মদ সোহেল মিয়া, মোহাম্মদ শামীম, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ ফরহাদ খান সামি, মোহাম্মদ রুকন, মোহাম্মদ সাইদুর , রিয়াদ, মাহিন, আবির, সাজু, শাহাদাৎ শিমুল রাসেল প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক শান্ত চৌধুরী।