ফেঞ্চুগঞ্জে প্রায় ২ কোটি টাকার দুই প্রকল্পের উদ্বোধন

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট-৩ আসনের এম.পি মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাখাতে অগ্রাধিকার দিয়ে দেশে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। শিক্ষাক্ষেত্রে ঝড়ে পড়ার হার কমেছে। শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য বিনামূল্যে বই, বৃত্তি প্রদান, উপ-বৃত্তি প্রদান করে যাচ্ছে। ফলে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি আগ্রহী বৃদ্ধি পেয়েছে।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শনিবার ১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ঘিলাছড়া ইউনিয়নের যুধিষ্ঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন, উপজেলা প্রকৌশলী মাহফুজা খানম, সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিসবাহ আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, উত্তর কুশিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম পংকী, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, জামাল উদ্দিন মেম্বার, নাছির উদ্দিন রিজু, সামসুদ্দিন, শিক্ষক রাম রঞ্জন চক্রবর্তী ও সুজাতা রাণী দে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, জুনেদ আহমদ, সেকুল আহমদ প্রমুখ।

পরে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি মাইজগাঁওয়ে আল মাহাব্বাহ ইসলামিয়া হাফিজা মাদরাসা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।