সিলেটে ইসলামী আন্দোলনের মাতৃভাষায় দিবস পালন

 

ডেস্ক রিপোর্ট:

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট (আইএবি) কোতোয়ালি থানা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে শুক্রবার বেলা ৩টায় ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনে সহসভাপতি মো. শাহজালাল মিয়ার সভাপতিত্বে ও থানা সেক্রেটারী মো. আনোয়ার হোসেন এর পরিচালনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদেদর স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সহ সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।

আলোচনা সভা ও দোয়া মাহফিল এ শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইসলামী ছাত্র আন্দোলন কোতোয়ালী থানা শাখার সভাপতি ক্বারী হযরত মাওলানা জাকির হোসাইন।

সভায় বক্তব্য রাখেন থানা শাখার সহ সভাপতি মো. মনির হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা নাজিমুদ্দিন, ১৪ নং ওয়ার্ড সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মো ইয়াসিন আহমদ মিয়া, অর্থ সম্পাদক মু. মাঈনউদ্দিন সহ থানা ও ওয়ার্ড শাখার অন্যান্য নেতৃবৃন্দ।