জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে শহীদ দিবস উদযাপন

 

ডেস্ক রিপোর্ট:

বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে সিলেটের প্রথম ও দেশের অন্যতম ও শ্রেষ্ঠ বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। সিলেটের কৃতি সন্তান ড. সৈয়দ রাগীব আলী প্রতিষ্ঠিত জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সাংস্কৃতিক কমিটির ব্যবস্থাপনায় ভাষা শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে পুষ্পার্ঘ অর্পণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
২১শে ফেব্রæয়ারি দিনের শুরুতে জাতীয় ও কলেজ পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেগম রাবেয়া বেগম চৌধুরী নার্সিং কলেজের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য বিভিন্ন ধরণের ব্যানার, প্লেকার্ড ইত্যাদি নিয়ে রিকাবীবাজারস্থ ডক্টরস ক্লাবে সমবেত হন।
ডক্টরস ক্লাব থেকে সকাল সাড়ে ৯টায় কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেনের নেতৃত্বে উপস্থিত সকল শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে বিশাল শোভাযাত্রা নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন।

কলেজ অধ্যক্ষের নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ, ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক শামীমা আখতার, ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রমোদ রঞ্জন সিংহ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কে.এম. মুইজ, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ আতিকুর রহমান, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আলমগীর সাফায়াত রানা, অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক সৈয়দ মোশারফ হোসেন, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মমতাজ বেগম, সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুস্মিতা রায়, অবস এন্ড গাইনী বিভাগের অধ্যাপক নমিতা রানী সিনহা, অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফরিদ আহমেদ, ডেন্টাল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শফিকুল আলম তালুকদার, এ্যানেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনোয়ার জাহান খান, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আব্দুল লতিফ, হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু, আইসিইউ বিভাগের কনসালটেন্ট ডা. সৈয়দ অহিদুল হক, কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুইজ উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।

সকাল ৯টা ৪৫মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পন করেন অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ সহ অন্যান্য শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ।

এর পরপরই বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের পক্ষ থেকে শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন নার্সিং কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগমসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। এছাড়াও সন্ধানী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপদেষ্টা মন্ডলী ও অন্যান্য সদস্যবৃন্দ।

শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য শেষে চৌহাট্টাস্থ ট্রাস্ট ব্যাংক চত্তরে সন্ধানী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাক এ.কে.এম দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ। এখানে তারা কিছুক্ষণ রক্তদান কর্মসূচী পর্যবেক্ষনও করেন। এ সময় তারা জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রী কর্তৃক ভাষা শহীদদের উদ্দেশ্যে লিখিত একটি দেয়ালিকাও উন্মোচন করেন।