সিলেটে ইসলামী যুব আন্দোলনের মাতৃভাষা দিবসে সভা

 

ডেস্ক রিপোর্ট

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকাল ৩টায় সংগঠনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলার সভাপতি মুফতি মুহাম্মদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিবের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ ফয়জুল হাসান চৌধুরী, অর্থ সম্পাদক মুহাম্মাদ জাকির হুসাইন, প্রচার সম্পাদক মুহাম্মাদ নাঈম আহমদ, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আনিছুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ আবুল হোসেন, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শরাফত উল্লাহ আরফান, আইন সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, মানবাধিকার সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসাইন, উপ-সম্পাদক মাওলানা নোমান আহমদ ফাহাদ প্রমুখ।