শহীদ দিবসে এসএমপির শ্রদ্ধাঞ্জলি

 

ডেস্ক রিপোর্ট:

২১শে ফেব্রæয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) ব আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা সহ সর্বস্তরের অফিসার ও ফোর্সবৃন্দ।

অপরদিকে সিলেট পুলিশ লাইন্স স্কুলের শহিদ মিনারের শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডি.আই.জি, আরআরএফ এর কমান্ড্যান্ট পুলিশ সুপার, এপিবিএন এর কমান্ড্যান্ট অফিসার, সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন ও অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সর্বস্তরের অফিসার এবং ফোর্স বৃন্দ।

২১শে ফেব্রæয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের মিছিল জেলা প্রশাসকের কার্যালয় হতে নগরীর চৌহাট্রা পয়েন্ট প্রদক্ষিণ করে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম। এ সময় আরো উপস্থিত ছিলেন সকল উপ-পুলিশ কমিশনার, সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার , সকল থানা সহকারি পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জ সহ সর্বস্তরের ফোর্সবৃন্দ এবং সিলেট মহানগর এলার সম্মানিত নাগরিকবৃন্দ।