জৈন্তাপুরে ৫ ডাকাত আটক

 

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর থানার নিজপাট ইউনিয়নের রূপচেং গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির অভিযোগে ৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার গভীর রাতে ওই অভিযান চালানো হয়। আটক ডাকাতরা হলো রূপচেং গ্রামের জজ মিয়ার পুত্র আবদুল হাকিম কিবরিয়া, মৃত সামছুল হকের পুত্র মো. রাসেল, ফজলুল হকের পুত্র আমিনুল ইসলাম, রুস্তম আলীর পুত্র মো. মোশারফ ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার স্বজনশ্রী গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের পুত্র ফজলু মিয়া।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জৈন্তাপুর থানার পূর্ব লক্ষীপাশা গ্রামের বশির আহমদের বাড়িতে ডাকাতির ঘটনায় ওইসব ডাকাতকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের ডাকাতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় জৈন্তাপুর থানায় মামলা হয়েছে।