জৈন্তাপুরে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের জৈন্তাপুর থানার ঘাটেরচটি এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। আটক করেছে ২ জনকে। আটক দুইজন হলেন সিলেট মোগলাবাজার থানার মোল্লারচকের ইসমাইল হোসেনের পুত্র রাহি ও জৈন্তাপুর থানার বাঘেরখলার মৃত আহমদ আলীর পুত্র নাজিম উদ্দিন। শুক্রবার সন্ধ্যায় ওই অভিযান চালানো হয়।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি দল ওই অভিযান পরিচালনা করে। জব্দ মালামালের মধ্যে রয়েছে ভারতীয় টিস্যু কাপড়। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা হয়েছে।