শহীদ দিবসে সিলেটে আন-নেজাম ছাত্র সংসদের র‌্যালী

 

ডেস্ক রিপোর্ট

জামেয়া নুরুল হেরা সিলেটের একক ছাত্র সংগঠন আন-নেজাম ছাত্র সংসদের উদ্যোগে শুক্রবার মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে জামেয়া থেকে বর্ণমালা মিছিল ও বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি ১০নং ওয়ার্ডের খাসিটুলা বেতের বাজার থেকে শুরু হয়ে কানিশাইল, পিডিবি পয়েন্ট হয়ে নবাব রোড, ভিআইপি রোড, কলাপাড়া, বেতেরবাজার পয়েন্ট প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

জামেয়া নুরুল হেরা সিলেটের নায়েবে মুহতামিম মাওলানা আনওয়ারুল হকের নেতৃত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা দেলোয়ার হোসেন জাকির, মাষ্টার ওমর ফারুক সেলিম প্রমুখ। এছাড়াও র‌্যালীতে জামেয়র শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।