সিলেটে আব্দুল গফুর স্কুলে মাতৃভাষা দিবস পালিত

 

ডেস্ক রিপোর্ট

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় সিলেট নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে ভাষা শহিদদের স্মরণ করা হয়েছে। অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এর আগে সকাল ৭টায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালি প্রতিষ্ঠান থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভার্নিংবডির সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএমএ হাসান জেবুল।

সিনিয়র শিক্ষক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন, সহকারি শিক্ষক আব্দুর রকিব মানিক ও মোহাম্মদ রুহুল আমীন।

উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন শাখার ইনচার্জ নাজমা আক্তার, সহকারি শিক্ষক পারভীন বেগম, মমতাজ বেগম, প্রভাষক আছমা বেগম, জেবুন্নেছা খাতুন, রুহেলা বেগম, সাবরিনা সুলতানা, হুমায়রা আহমদ জুতি, সহকারি শিক্ষক মাহবুবা ইসলাম, আব্দুল্লাহ আল মাহফুজসহ কিন্ডারগার্টেন, স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে অনুষ্ঠানের প্রধান অতিথি।