চুনারুঘাটে বিদেশি মদসহ গ্রেফতার-১

 

ডেস্ক রিপোর্ট

হবিগঞ্জের চুনারুঘাট থানার আসামপাড়া বাজারে র‌্যাব-৯ এর একটি টিম অভিযান পরিচালনা করে মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতার জসিম উদ্দিন চুনারুঘাট থানার গাজীপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র। ২০ ফেব্রæয়ারি রাত সাড়ে ১০ টায় ওই অভিযান চালানো হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে অভিযান চালায়। গ্রেফতার জসিমের কাছ থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। আলামতসহ আসামিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।