সিলেটে আল কোরআন লার্নিং হোমের ক্রীড়া প্রতিযোগিতা

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট নগরীর সুবিদবাজার আল কোরআন লার্নিং হোমের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় লার্নিং হোম প্রাঙ্গণে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। লার্নিং হোমের প্রধান মুহতারামা ক্বারীয়া হাফিজা হালিমা সাদিয়া বেগমের সভাপতিত্বে ও বৈকালী ব্যাচের ছাত্রী ফারজানা বেগম ববির পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালমা বাসিত ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতাানা রুহি, আব্দুল গফুর ইসলামি হাইস্কুলের সাবেক শিক্ষিকা সৈয়দা নাজিরা খাতুন, জাতীয় যুব পদকপ্রাপ্তএম এ নাসির সুজা ।

বক্তব্য রাখেন, মাহবুবা খানম, মুশেদা আলম, মালেকা নাসের হলি, নাজমা বেগম, ফাহিমা আঞ্জুম, রুকিয়া বেগম, হালিমা খানম, সুলতানা পারভীন, নাহিদ আফরোজ, রুমি বেগম, শাহনাজ আক্তার, শিপা বেগম, জান্নাতুল ফেরদৌস, ফাহমিদা জেরিন, মাসুমা বেগম, রুহেনা খানম প্রমুখ।