দিরাইয়ে বাধ নির্মাণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা-জেলা প্রশাসক

 

ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ জেলার দিরাইয়ের ফসল রক্ষা বাধ নির্মাণে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে হুশিয়ারী দিয়েছেন জেলা প্রশাসক। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বৃহস্পতিবার দিরাইয়ের বিভিন্ন হাওর রক্ষা বাধ পরিদর্শনকালে পিআইসিদের উদ্দেশ্যে ওই হুশিয়ারী দেন।

তিনি পিআইসিদের উদ্দেশ্যে বলেন, বাঁধ নির্মাণকাজে অনিয়ম হলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা বাঁধ নির্মাণ কাজের অনিয়ম করবে তাদের কিছুতেই ছাড় দেওয়া হবে না।

এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হাওরের বিষয়ে খুবই আন্তরিক। তিনি সব সময় হাওরের মানুষের খোঁজ খবর রাখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি মো. সফি উল্লাহ,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব উপ-সহকারী প্রকৌশলী রিপন মাহমুদ, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, ইউপি সদস্য দুলাল আহমদ, গোলাপ মিয়া, সাংবাদিক রুম্মান আহমদ, যুবলীগ নেতা সদরুল আমিন প্রমুখ।

বিকেল সাড়ে ৪ টায় উপজেলা গণমিলনায়তন হলে উপজেলার সকল পিআইসি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহর সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী রিপন আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক।

এসময় আরও বক্তব্য দেন জেলা স্থানীয় সরকারের উপ পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আবদুল্লাহ আল মাহমুদ, এসএম রেজাউল করিম, জহিররুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।