ভারতীয় রুপিসহ জকিগঞ্জে ৩ সহোদর আটক

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের জকিগঞ্জে ভারতীয় লক্ষাধিক রুপিসহ ৩ সহোদরকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বুধবার মধ্য রাতে মানিকপুর ইউনিয়নের দাউদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো দাউদপুর গ্রামের বাজেলাল বিশ্বাসের ছেলে মিমল বিশ্বাস (৪৪), পরিমল বিশ্বাস (৪৮) ও শান্ত বিশ্বাস (৪০)। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয় তাদেরকে। পরে তাদের দেহ তল্লাশী করে ভারতীয় মোট লাখ ৬ হাজার ৫শ টাকা পাওয়া যায়।