সিলেট সদর প্রাইমারি স্কুল শিক্ষক সমিতির সভা

 

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট সদর উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার বিকাল ৩টায় নগরী শিবগঞ্জের এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি এসএম হাসিনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্ত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সভাপতি মো. আব্দুল মালেক, জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহানগরের সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ, জেলার সিনিয়র সহ সভাপতি মো. বুরহান উদ্দিন।

সভায় প্রধান অতিথি সহকারী শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডের বেতন নির্ধারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উপস্থিত ছিলেন, জেলার যুগ্ম সম্পাদক রঞ্জিত মোহন দাস, সহ সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, মহানগরের অর্থ সম্পাদক কয়ছর আহমদ, সহ সভাপতি বিপ্লবমোদক, নুরজাহান বেগম, সেলিনা বেগম, মাজেদা বেগম, রাশেদা বেগম, শিল্পী দাস, মাহমুদা খাতুন, শিরিনা বেগম, বাবলী রানী দেব, কবরী চৌধুরী প্রমুখ।