গোলাপগঞ্জের চৌঘরী রাস্তা পরিদর্শনে ইউএনও

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের গোলাপগঞ্জের সদর ইউনিয়নের চৌঘরী রায়গড়ে গ্রামে এলাকাবাসীর উদ্যোগে নির্মাণাধীন রাস্তা পরিদর্শনে গিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। মঙ্গলবার সকাল ১১টায় তিনি সদর ইউনিয়নের চৌঘরি, একাডুমা, গীর্দ্দ, রায়গড়, ঘোগা, মঞ্জুরাবাদ গ্রামের এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে প্রায় ২ কিলোমিটার রাস্তা সংস্কার, প্রশস্তকরণ, সড়ক বাতি স্থাপন পরিদর্শন করেন।

এসময় এলাকাবাসীর পক্ষে বন্দরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আব্দুল হাদী পাবেল বলেন, আমাদের এলাকা অন্যান্য এলাকা থেকে অনেক উন্নত। শতভাগ মানুষ শিক্ষিত। সেনিটেশন ব্যবস্থা, গ্যাস, বিদ্যুতায়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ রয়েছে। তাছাড়া প্রাকৃতির সৌন্দর্যের এক লীলাভূমি হিসেবে পরিচিত। তাই আমাদের গ্রামকে মডেল গ্রাম হিসেবে সরকারিভাবে ঘোষণার আহŸান জানাই।

ইউএনও মামুনুর রশিদ বলেন, স্থানীয়দের উদ্যোগে এলাকাকে মডেল ও আদর্শ এলাকা করতে নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানাই। একটি জনপদকে উন্নতের শিখড়ে পৌছাতে সরকারের পাশাপাশি এভাবে স্থানীয়রা এগিয়ে আসলে তড়িৎ উন্নয়ন হবে। সরকারিভাবে আমাদের ওএসডি’র ১৭টি গোল রয়েছে। সেগুলো শতভাগ বাস্তবায়ন হলে মডেল গ্রাম ঘোষণা করা যাবে। এ সময় তিনি স্থানীয়দের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও গোলাপগঞ্জ বণিক সমিতির সেক্রেটারী আব্দুল আহাদ, প্রবীণ মুরব্বি আব্দুল ওয়াদুদ, গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ চৌধুরী, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উপজেলা শাখা সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত, শাহিন আহমদ, কামরুল ইসলাম, শিপন আহমদ, সাইফুল বারী, রিপন আহমদ, ফখরুল ইসলাম, ইউপি সদস্য ফারুক আহমদ, মুজিবুর রহমান মলি­ক, মহিলা ইউপি সদস্য দিলারা বেগম, জিয়া উদ্দিন, নজরুল ইসলাম, সমসুল ইসলাম, সৌদি আরব প্রবাসী মাওলানা কয়েছ আহমদ, ওলিউর রহমান, জয়নাল আহমদ, জামাল আহমদ, জিল্লুর রহমান প্রমুখ।