মাতৃভাষা দিবসে সিলেট জেলা যুবলীগের কর্মসূচি

 

ডেস্ক রিপোর্ট

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা যুবলীগ।

কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার সকাল ৮টায় জিন্দাবাজারস্থ ওভারসিজ সেন্টার হতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রভাতফেরী অংশগ্রহণ, পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হবে। বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর আ.লীগের আলোচনা সভায় অংশগ্রহণ করবে সিলেট জেলা যুবলীগ।

কর্মসূচী সমূহে সিলেট জেলা যুবলীগের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান করেছেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ।