দয়ামীরে আহ এহসান যুব সংঘের যাত্রা

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামে যাত্রা শুরু করেছে আল এহসান যুব সংঘ। বুধবার দক্ষিণ বড় ধিরারাই প্রাথমিক বিদ্যালয়ের অসহায় ছাত্র-ছাত্রীদের শিক্ষাসামগ্রী বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল আহ এহসান যুব সংঘ বড় ধিরারাই।

তরুণ সমাজসেবক ও ছাত্রনেতা সোহেব আলমের পরিচালনায় ও গোলাম হুসেনের সভাপতিত্বে ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দয়ামীর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সমাজসেবক রইছ আলী।

বিশেষ অতিথি ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব সমাজসেবক মাহমদ আলী, জমশেদ আলী, আব্দুল মুমিন, দক্ষিণ বড় ধিরারাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন কিবরিয়া ও দক্ষিণ বড় ধিরারাই জামে মসজিদের ইমাম মোবারক আলী, আব্দুল হান্নান, নছির আলী।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফাহিম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন রুনু আহমদ। বক্তব্য রাখেন সাজ্জাদ আলী, জায়েদ আলীসহ গ্রামের তরুণ ও যুবসমাজের নেতৃবৃন্দ।