ওসমানীনগরে ক্রীড়া সংগঠক মুহি মিগদাদকে সম্মাননা প্রদান

 

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মুহি মিগদাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন সিলেটের ওসমানীনগর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। মঙ্গলবার সিলেট নগরীর রায়নগরে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সামাজিক কর্মকান্ড ও ক্রীড়া ক্ষেত্রে মুহি মিগদাদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এই ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সোনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক আবুল মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক শেখ তোফায়েল আহমদ শেপুল, ওসমানীনগর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম রুম্মান আহমদ নোমান, কোষাধ্যক্ষ মো: আনহার আলী, সাংগঠনিক সম্পাদক মো মারজানুল ইসলাম, সিনিয়র সদস্য উজ্জল মিয়া প্রমুখ।