বাসদের ১৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাখান করে সিলেটে কর্মীসভা

 

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর ১৬ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাখান করে কর্মীসভা ও মিছিলের আয়োজন করেছে দলটির সিলেট জেলাার নেতাÑকর্মীরা। বুধবার বিকাল ৩টায় নজরুল একাডেমিতে কর্মীসভাটি অনুষ্ঠিত হয়।

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা কমিটির সদস্য সুশান্ত সিনহা সুমনের সভাপতিত্বে ও এডভোকেট মহিতোষ দেব মলয়ের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, কমরেড সাইফুজ্জামান সাকন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা কমিটির সদস্য ও চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহবায়ক হৃদেশ মুদি, মৌলভীবাজার জেলার সংগঠক অনিক চন্দ, এডভোকেট রনেন সরকার রনি ,এডভোকেট উজ্জল রায়, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সদস্য সাজিদুল ইসলাম সাইদুল ,বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলার সাধারন সম্পাদক ইশরাত রাহি রিশতা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহসভাপতি বিশ্বজিৎ চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ।