বিয়ানীবাজারে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

 

ডেস্ক রিপোর্ট

সিলেটের বিয়ানীবাজার জিরো পয়েন্টের উপকণ্ঠে চরিয়ায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি করেছে একদল ডাকাত। মঙ্গলবার রাত ১২ টার দিকে ওই ঘটনা ঘটে। ডাকাতদল বিভিন্ন যানবাহনের ২০ জন যাত্রীকে মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় বলে জানিয়েছেন লুটের শিকার হওয়া যাত্রিরা।

জানা গেছে, জিরো পয়েন্টের উপকণ্ঠে চরিয়া এলাকায় সড়কে গাছ ফেলে ১৮-২০ জনের ডাকাতদল গাছ ফেলে বাস, প্রাইভেটগাড়ি ও বেশকিছু সিএনজি অটোরিকশা চালক ও যাত্রীদের মারধর করে মুঠোফোন ও টাকা, স্বর্ণালংকার লুট করে ডাকাতরা চরিয়া গ্রামের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌছার পূর্বেই ডাকাতরা পালিয়ে যায়।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযান চলছে।