একমঞ্চে দ্বিধাবিভক্ত বিশ্বনাথ আওয়ামী লীগ

 

ডেস্করিপোর্ট:

একই মঞ্চে কর্মীসভা করেছেন দ্বিধাবিভক্ত সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে করণীয় শীর্ষক কর্মীসভায় তারা একই মঞ্চে মিলিত হন।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা পরিষদের সার্ভার স্টেশন সম্মুখে এ কর্মী সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানিয়ে বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ-ওসমানীনগর আওয়ামী লীগে কোন গ্রুপিং নেই, এখন থেকে তারা ঐক্যবদ্ধ। কাজেই আগামী সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ দলীয় যেকোনো নেতাকে মনোনয়ন দিতে হবে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক মিয়া, আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ-সম্পাদক আমির আলী চেয়ারম্যান ও মকদ্দছ আলীর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজনিন হোসেন, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন এবং সাবেক উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

শুরুতে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি ছুরাব আলী, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী ও আলতাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পার্থসারথি দাশ পাপ্পু, সাধারণ-সম্পাদক মোবারক হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল।