সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে সিলেটের নয়াসড়ক ক্রীড়া সংস্থার বনভোজন

 

ডেস্ক রিপোর্ট:

অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে শীতকালীন বনভোজন করেছে নয়াসড়ক ক্রীড়া সংস্থা। মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) সিলেটের আকর্ষণীয় পিকনিক স্পট জাফলংয়ে বেড়াতে যান সংস্থার নেতৃবৃন্দ। সকাল ১১টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত জাফলংয়ের বিভিন্ন এলাকা ঘুরে সুবিধাবঞ্চিতদের নিয়ে আনন্দ, সুখ ভাগাভাগি করা হয়।

ভ্রমণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল বলেন, মানুষ সীমাবদ্ধ গন্ডি থেকে বেরিয়ে অজানাকে জানতে, অচেনাকে চিনতে আগ্রহী। বনভোজন হলো তার অন্যতম উপাদান। বনভোজন আনন্দের উৎস হলেও এটি শারিরীক, মানসিক ও শিক্ষনীয় ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে। সুবিধাবঞ্চিতদের নিয়ে আনন্দ ভাগাভাগির এ আয়োজন অব্যাহত রাখবে নয়াসড়ক ক্রীড়া সংস্থা।

এসময় উপস্থিত ছিলেন, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম সনি, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম, সহ সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ, যুগ্ম সম্পাদক এহসান আহমেদ সায়মন, সোহেল আহমদ, আরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শরীফ মোবারক সুমন, সহ সাংগঠনিক সম্পাদক শাওয়াল হোসেন সাগর প্রমূখ।