সিলেটে ইউরো কিডসের পিঠা উৎসব

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট নগরীর সুবিদবাজারে অবস্থিত ইউরো কিডস্ স্কুলের (ইন্টারন্যাশনাল প্রি স্কুল) মহতী উদ্যোগে এবার স্কুল ব্যাগ পেল বিয়ানীবাজারের কিছু ক্ষুদে শিক্ষার্থী। কিছু দিন পূর্বে ইউরো কিডস্ ক্যাম্পসে পিঠা উৎসবের আয়োজন করে ইউরো কিডস। সেই পিঠা উৎসবের পিঠা বিক্রির টাকা দিয়ে বিয়ানীবাজার উপজেলার ১ নং আলীনগর ইউনিয়নের ব্রাক্ষণগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩’শ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ উপহার দেয়া হয়।

ব্রাক্ষণগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রয়েল এডুকেয়ার লিমিটেড এর চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার কল্যাণে কাজ করতে পারলে সমাজ ও দেশ এগিয়ে যায়। বিশেষ করে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসা সমাজের সকল বিত্তবানদের প্রয়োজন। কারণ আজকের শিক্ষার্থী আগামী দিনের কর্নধার। তারাই একদিন বাংলাদেশকে বিশ্বে মর্যাদার উচ্চ শিখরে নিয়ে যাবে। রয়েল এডুকেয়ার লিমিটেড শিক্ষার জন্য সবসময় কাজ করতে প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি। অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন১ নং আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২ নং গোলাপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, সালেহ আহমদ খছরু, রয়েল এডুকেয়ার লিমিটেড এর ডিরেক্টর ফাহিম আহমেদ চৌধুরী, রাইজ স্কুলের প্রিন্সিপাল মি. মার্ক এডওয়ার্ড, ইউরো কিডস স্কুলের প্রিন্সিপাল রুশিনা চৌধুরী, এসিসটেন্ট সেন্টার হেড সাবরিনা আক্তার, রাইজের প্রাইমারী হেড জিনাত মোস্তফা, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গৌছ উদ্দিন, ইউপি সদস্য মামুন আহমদ। অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মন্তু খাঁ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবিরিয়া আহমদ,মোর্শেদুর রহমান পলু, জাকারিয়া আহমদ, হাবিবুর রহমান, সালেহ আহমদ, কবির আহমদ, নাইম আহমদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষীকা কর্মকর্তা-কর্মচারী, অভিভাকগণও উপস্থিত ছিলেন।