স্বাস্থ্যসেবায় সিলেটের অতিরবাড়ির মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অবদান

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র জেলায় স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রেখে যাচ্ছে। বিশেষ করে সিলেটের দক্ষিণ প্রান্তস্থিত দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীর জন্য স্বাস্থ্য সেবায় অনন্য অবদান রাখছে।

একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের অবস্থান জেলা শহর থেকে দূরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের অতির বাড়ি নামক স্থানে। এ কেন্দ্রটি বছরের পর বছর মা ও শিশু স্বাস্থ্যসেবায় জেলার মধ্যে ব্যাপক সুনাম অর্জন করে সেবা কার্যক্রম অব্যাহত রাখছে।

সিলেটে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার এ কেন্দ্রটি স্থাপন করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ কেন্দ্রটি অত্র এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ঢাকা-সিলেট মহাসড়কের অতিরবাড়ী সংলগ্ন অতিরবাড়ী-লক্ষীপুর সড়কের পশ্চিম প্রান্থে অবস্থিত জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এ কেন্দ্রে প্রসবপূর্ব, প্রসবকালিন ও প্রসব পরবর্তীসহ নরমাল ডেলিভারী করা হয়। তাছাড়া গর্ভবর্তী মায়ের স্বাস্থ্য পরীক্ষা, শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, কিশোর-কিশোরীদের বয়োসন্ধিকালিন সেবা দিতে প্রস্তুত রয়েছেন তিন শিফটে ১জন ডাক্তার সহ ৬জন মহিলা। এম্বুলেন্স থাকলেও এর চালক না থাকায় জরুরি সেবায় গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানে কিছুটা ব্যাঘাত ঘটছে। এরপরও এখানে প্রতিদিন লালাবাজার ও তেতলী এলাকার লক্ষীপুর, নিশ্চিন্তপুর, বেটুয়ারমূখ, সিলাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণকারী জনসাধারণ সেবা গ্রহণ করেন।

মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. এম এ মান্নান বলেন, এ কেন্দ্রে প্রতিদিন অগনিত রোগীদের মধ্যে নানা সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় সরকারের পক্ষ থেকে একটি এম্বুলেন্স প্রদান করা হয়েছে। এখানে কর্মরত চিকিৎসকরা নরমাল ডেলিভারী, গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা, শিশু স্বাস্থ্য সেবা সহ পরিবার পরিকল্পনা সেবা দিতে সবর্দা প্রস্তুত রয়েছেন। এখানকার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এম্বুলেন্সের চালক অতিব জরুরি। এ ব্যাপারে তিনি যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন বলে জানান।

মা ও শিশু কল্যাণ সুত্রে জানা গেছে, অত্র স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রতিদিন গড়ে অর্ধশত রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুরা এ কেন্দ্রের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পেয়ে থাকেন। এখানে বিনা মূল্যে রক্ত পরীক্ষাসহ সাধারণ রোগীদের ওষুধ প্রদান করা হয়।

স্বাস্থ্য সেবার পাশাপাশি এখানে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয় । প্রতিমাসে কমিউনিটি গ্রæপ নিয়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়।

নিশ্চিন্তপুর থেকে আসা নিলুফা বেগম (২০) বলেন, এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর। সেবা গ্রহণ করতে আসা রোগীদের ব্যাপারে চিকিৎসা প্রদানকারী ডাক্তাররা অত্যন্ত আন্তরিক। এ ধারা অব্যাহত থাকলে রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং চিকিৎসা সেবার মানও বৃদ্ধি পাবে।

লালাবাজার থেকে আসা সাধারণ রোগী রুবি বেগম (১৮)। তিনি জানান, অত্র এলাকার চিকিৎসা সেবার এ কেন্দ্রটি একটি মাইলফলক। যারা দূরবর্তী সিলেট শহরে গিয়ে চিকিৎসা গ্রহণ করতে অপারগ তাদের জন্য এ কেন্দ্রটি সহায়ক। প্রতিদিন এখানে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।