গোয়াইনঘাটে বড়নগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা দিবসে সভা

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নে বড়নগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রোববার (১৬ ফেব্রæয়ারি) বিকাল ৩টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি রহিম উদ্দিন রহমের সভাপতিত্বে ও বড়নগর সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি জসিম উদ্দিন সুলতানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ফতেহপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মাষ্টার নজরুল ইসলাম, বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক মো. ইসলাম আলী, শাহজালাল (রহ.) নুরানী মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিন, যুবলীগ নেতা মাসুক উদ্দিন, বিছনাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহিয়া, প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, শিক্ষিকা শামীমা বেগম।