কোম্পানীগঞ্জে কালীমন্দির জ্বালিয়ে দেয়ার ঘটনায় কেউ গ্রেফতার নেই

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট জেলার কোম্পানীগঞ্জে কালীমন্দির জ্বালিয়ে দেয়ার তিনদিন অতিবাহিত হওয়ার পরও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেছেন, মামলার তদন্ত চলছে। ঘটনার কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। তাই কাউকে গ্রেফতার করাও সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টায় কোম্পানীগঞ্জ থানার ইসলামপুর ইউনিয়নের শিমুলতলা নোয়াগাওঁ গ্রামের কালিমন্দিরটি জ্বালিয়ে দেয় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ উঠেছে ঘটনার পরপর বিষয়টি ধামা চাপা দেয়ার জন্যে চেষ্টা চালানো হয়। কিন্তু পরদিন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। স্পর্শকাতর বিষয়টি সঠিকভাবে তদন্তের জন্যে স্থানীয় থানার অফিসার ইনচার্জকে কড়াকড়িভাবে নির্দেশ দেন। এর পরপরই ওই ঘটনায় মামলা রেকর্ড করা হয়। মামলায় বাদি হয়েছেন কালিমন্দিরের সেবায়েত অনিল বিশ্বাস। ১৬ ফেব্রুয়ারি সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনার ক্লু উদঘাটনে স্থানীয় পুলিশকে নির্দেশ দেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেছেন, ঘটনার পর মামলা হয়েছে। এখন ঘটনা তদন্ত হচ্ছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।