সিলেটে শ্রম আদালত চালুর দাবিতে মিছিল

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট শ্রম আদালত চালুর দাবিতে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৯৩৩ এর ধারাবাহিক কর্মসূচিরর অংশ হিসেবে বন্দরবাজার আঞ্চলিক কমিটি মিছিল করেছে। পূর্বনির্ধারিত কোর্ট পয়েন্টে মিছিল ও সমাবেশ করতে গেলে পুলিশ সেখানে বাধা দেয়। পুলিশের নিষেধের কারণে কোর্ট পয়েন্টের পরিবর্তে মেন্দিবাগ পয়েন্টে মিছিল ও সমাবেশ করতে গেলে সেখানেও পুলিশ বাধা সৃষ্টি করে।

পরে মিছিলটি পূর্ব নির্ধারিত গতিপথ পরিবর্তন করে ১৬ ফেব্রæয়ারি বিকাল ৫টায় মেন্দিবাগ পয়েন্ট থেকে নতুন ব্রীজ হয়ে দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক মো. সাগর আহমদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক খোকন আহমদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক নাজমূল হোসেন, জাতীয় ছাত্রদল সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির আহŸায়ক আব্দুস সালাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৯৩৩ এর সভাপতি মো. ছাদেক মিয়া, সহ সাধারণ সম্পাদক মো. আনসার আলী, সাংগঠনিক সম্পাদক মো. ইমান আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ সভাপতি মো. শাহীন মিয়া, শাহপরাণ থানা কমিটির সভাপতি মো. দুলাল মিয়া, উপদেষ্টা মো. জালাল মিয়া, জালালাবাদ থানা কমিটির আহŸায়ক জুলফিকার আলী ভুট্টো, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, তালতলা আঞ্চলিক কমিটির সভাপতি জুয়েল আহমদ, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. ইন্তাজ আলী প্রমুখ।