শিশুদের সাথে জন্মদিনের প্রথম প্রহর কাটালেন পরিকল্পনামন্ত্রী

 

মনজুরুল আমিন দোয়েল, সুনামগঞ্জ:

১৬ ফেব্রুয়ারি রোববার ছিল পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ৭৫ তম জন্মদিন। এদিন তিনি ছিলেন তাঁর নিজ নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ। এটি সুনামগঞ্জ-৩ আসন। দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামটি এমএ মান্নানের জন্মস্থান। এই গ্রামের ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে জন্মদিনের প্রথম প্রহর কেটেছে তাঁর।

বৃত্তি প্রদান একটি অনুষ্ঠানে তিনি জন্মদিনের কেক কাটেন শিশুদের সাথে। তাদের সাথে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন। শিশুদের সাথে পরিকল্পনামন্ত্রী উষ্ণ ভালোবাসায় একাকার হয়ে যান। শিশুদের সাথে আনন্দময় মূহুর্ত কাটিয়ে পরে অংশ নেন বৃত্তি প্রদান অনুষ্ঠানে।

ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে আয়োজন ছিল বৃত্তি প্রদান অনুষ্ঠানে। এম এ মান্নান বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণী থেকে উর্ত্তীণ ৭৬ জন শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও স্কুল ব্যাগ প্রদান করেন পরিকল্পনামন্ত্রী নিজ হাতে।

ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মোনায়েমের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, প্রমোশনপ্রাপ্ত পুলিশ সুপার-২ মো. মিজানুর রহমান মিজান, এমএ মান্নান পূত্র শাহাদত মান্নান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জৈবুন নাহার শাম্মী প্রমুখ।

২০১৯ সালে এম এ মান্নান বৃত্তি পরীক্ষায় তিনটি উপজেলার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয। এতে ৭৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।