কানাইঘাটের নিহত মুহিবের বাড়ি থেকে গাছপালা কেটে নেয়ার অভিযোগ

 

ডেস্ক রিপোর্ট:

গত বছর দুর্বৃত্তদের হাতে নিহত হন সিলেটের কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামের মাওলানা মুহিবুর রহমান। এক বছরের মাথায় নিহত মুহিবের বাড়ির গাছপালা কেটে নিয়ে গেছে হত্যাকারী দুর্বৃত্তরা।

নিহতের শ^াশুড়ী পেয়ারা বেগমসহ স্থানীয়রা জানান, গত ৭ ফেব্রæয়ারি তালাবদ্ধ মুহিবুর রহমানের বসত বাড়ি থেকে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির গোরকপুর গ্রামের ফয়জুর রহমানের পুত্র সাহাব উদ্দিন ও ফাটাহিজল গ্রামের কুটি মিয়ার পুত্র হেলাল উদ্দিনসহ কয়েকজন বিভিন্ন জাতের গাছ কেটে নিয়ে যায়।

স্থানীয়রা জানান মাওলানা মুহিবুর রহমান ১৫ মাস পূর্বে দুর্বৃত্তদের হাতে খুন হন। এরপর থেকে তার বসত ঘর তালাবদ্ধ অবস্থায় রয়েছে। স্বামীর মৃত্যুর পূর্বে তার স্ত্রী কানাইঘাট মহিলা কলেজের অফিস সহকারী সাবানা ইয়াসমীন এক ছেলে ও দুই অবুঝ শিশু মেয়েকে রেখে মারা যান।

মুহিবুর রহমানের শ^াশুড়ী পেয়ারা বেগম বলেন, তার মেয়ের জামাই মুহিবুর রহমানের বাড়ি থেকে তার অবুঝ ছেলে-মেয়েদের বিতাড়িত করে বাড়িসহ মুহিবের যাবতীয় সম্পত্তি দখল করার জন্য তার পরিবারের লোকজন নানা ভাবে পায়তারা চালিয়ে আসছে। নিহত মুহিবুর রহমানের সম্পত্তি রক্ষা করতে সন্তানদের নানী (লালনপালনকারী) পেয়ারা বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।