সিলেটের বইমেলায় মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

 

ডেস্ক রিপোর্ট:

বই শুধু ইতিহাসের কথা বলেনা, হৃদয় ও জ্ঞানেরও কথা বলে। সিলেট নগরের চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে আয়োজিত পক্ষকালব্যাপী বই মেলার ১৪তম দিনে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর তাদের দলগত পরিবেশন করে।

সন্ধ্যায় হাজারো পাঠক ও দর্শনার্থীদের উপছে পড়া উপস্থিতিতে বিমল করের গ্রন্থনায় ও নির্দেশনায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ভৌমিক, দীপংকর চক্রবর্তী, হোসেন মোতালেব, ফারুক নওয়াজ, কুসুম কুমারী দাশ ও ইসতিয়াক আহমেদ ইমন এর কবিতায় দলগত পরিবেশন করে মুক্তাক্ষরের শিক্ষার্থীরা। পরিবেশন শেষে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে সম্মাননা তুলে দেয়া হয় মুক্তাক্ষরের অংশগ্রহণকারী শিল্পীদের হাতে।