সিলেট মহানগর আ.লীগ সভাপতির শয্যাপাশে পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অসুস্থ মাসুক উদ্দিন আহমদকে দেখতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি মাসুক উদ্দিন আহমদের আশু রোগমুক্তিও কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, স্বাচিপের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ হোসেন রবিন, অধ্যাপক ডা. শাহ ইমরান আহমেদ, অধ্যাপক ডা. জানে আলম, সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, সেবা তত্ত্বাবধায়ক রেনুয়ারা আকতার, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, তৃতীয় শ্রেণী কর্মচারি সমিতির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, ওয়ার্ড মাস্টার রওশন হাবিব, চতুর্থশ্রেনি কর্মচারি সমিতির সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।