সিলেটে সংবর্ধিত যুব টাইগার সাকিব

 

ডেস্ক রিপোর্ট:

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্য যুবা টাইগার সিলেটের তানজিম হাসান সাকিবকে সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা সংবর্ধনা দিয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীরর রিকাবীবাজার স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পরে কেক কেটে বিশ্বজয়ের আনন্দ ভাগাভাগি করে নেন আমন্ত্রিত অতিথি, সাকিব, তার সহপাঠী ও সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, সিলেট আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী।

পরে সংবর্ধিত অতিথির অনুভূক্তি ব্যক্ত করে বক্তব্য রাখেন তানজিম হাসান সাকিব। এ সময় সাকিব বলেন, আমি এবং আমাদের সাফল্য বালাগঞ্জবাসীর, সিলেটবাসীর, তদোপরি পুরো জাতির। আমরা আমাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশের পতাকা ও মানচিত্রকে বিশ্বের বুকে সমুন্নত রাখতে চাই।

এরপর ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাকিবকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।