কানাইঘাটের জামাল সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত

 

কানাইঘাট প্রতিনিধি :

সিলেটের কানাইঘাটের ঝিংগাবাড়ি ইউনিয়নের নারাইনপুর গ্রামের মুদচ্ছির আলীর ছেলে জামাল উদ্দিন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টায় দেশটির ইয়াম্বু শহরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার জামাল উদ্দিন কর্মস্থলে গাড়ি নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার স্বীকার হন । গুরুতর আহত জামাল উদ্দিনকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২ টার দিকে মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, জামাল উদ্দিন সৌদি আরবে দীর্ঘদিন থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন। তার ২ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে। মাস খানেক পর তার দেশে আসার কথা ছিলো।

মাত্র ৬ মাস আগে জামালের ছোট ভাই কামালও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান।