সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভা

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মধুবন সুপার মার্কেটে পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি নজরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আহমেদুর রবের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান আলতা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ সাহেল, ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান লিলু, স্বাস্থ্য বিষয়ক সম্পদক সিরাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমদ সাহেল, সাহিত্য সম্পাদক মো. মনজুর আহমদ, প্রকাশনা সম্পাদক শামিম চৌধুরী, সিটি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নুল ইসলাম, আইন সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজ কল্যাণ সম্পাদক সোহেল আহমদ, সহ-দপ্তর সম্পাদক আশফাক উদ্দিন আহমদ,সহ-স্বাস্থ্য সম্পাদক সাহেদ আহমদ সোহেল, সহ-প্রচার সম্পাদক ইসহাক খান রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী এ জেড আলম, সংগঠনের সদস্য শামিম কবির প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মুহিত স্বপন।

সভায় বক্তারা বলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। এ সংগঠনের সাফল্য ব্যাপক। সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অতীতের ন্যায় আগামীতেও এক ও অভিন্নভাবে কাজ করে যেতে হবে। দল-মত নির্বিশেষে সংগঠনেকে আরো বেশি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। ব্যবসায়ীরা যাতে ট্যাক্স নিয়ে জটিলতা ও হয়রানীর শিকার না হন সেবিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।